top of page
Search

পশ্চিমবঙ্গে বিদ্যালয়ে গ্রুপ ডি কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ | West Bengal Group D Recruitment




ree


পদের নাম: গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে বিশেষ করে ল্যাব অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।



শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।



প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।


রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।




আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া বিস্তারিত আবেদন পদ্ধতি অনুসরণ করুন।


1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।


2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ভালো করে পূরণ করে ফেলতে হবে।


3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।


4. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন ফর্মের মধ্যে।


5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।


6. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।




প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,


1. ফটো আইডেন্টিটি প্রুফ


2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র


3. জন্মতারিখ তথা বয়সের প্রমাণপত্র


4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে


5. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট


6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি


7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার



আবেদনের সময়সীমা: আগামী 22 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংক দেওয়া হয়েছে।



OFFICIAL NOTIFICATION: CLICK HERE




APPLICATION FORM: CLICK HERE



OFFICIAL WEBSITE: CLICK HERE


Newtown(Sector-1),Rampurhat,Birbhum,731224

© created on 2015 by Sea Talent Management Pvt.Ltd.

bottom of page