top of page
Search

পোস্ট অফিস ব্যাংকে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনযোগ্য যেকেউ | Post Office Bank Recruitment 2023


ree



নিয়োগকারী সংস্থা: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক (India Post Payments Bank) এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।


পদ - এক্সিকিউটিভ

কারা আবেদনযোগ্য: যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা সবাই আবেদনযোগ্য।



প্রার্থীর বয়সসীমা: সর্বনিম্ন 18 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।



আবেদন ফি: জেনারেল প্রার্থীদের 300/- টাকা আবেদন ফি দিতে হবে। এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের 100/- টাকা করে আবেদন ফি জমা করতে হবে।


কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীরা ডাক পাবেন লিখিত পরীক্ষার জন্য। এখানে উত্তীর্ণ হলে ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য। এভাবে সবার শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।


আবেদনের সময়সীমা: আগামী 18 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক প্রদান করা হয়েছে।


আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।



2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।



3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।


4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করবেন।


5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।



OFFICIAL WEBSITE: CLICK HERE

Apply Link : CLICK HERE




For more information regarding the vacancy you may call or whatsapp us on: +91 8695009063

To stay updated with our recent job vacancies join our channel:- Join Telegram

Join our YouTube community here :- Join Youtube




Newtown(Sector-1),Rampurhat,Birbhum,731224

© created on 2015 by Sea Talent Management Pvt.Ltd.

bottom of page