top of page
Search

জেলা ভিত্তিক HDFC ব্যাংকে DEO সহ বিভিন্ন পদে নিয়োগ, HDFC Bank Recruitment 2024



HDFC Bank Recruitment 2024 – পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। রাজ্যের বেকার যুবক-যুবতী যারা বেকারত্ব ভাবে বসে রয়েছেন চাকরির অপেক্ষায় তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। যদি HDFC ব্যাংকে চাকরি করতে চান তাহলে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই ন্যূনতম যোগ্যতায় আবেদন করে চাকরি নিতে পারেন। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন অনলাইনে।




HDFC Bank Recruitment 2024


HDFC ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। বয়স সীমা কত। বেতন পরিকাঠামো কি রয়েছে। আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে আজকে এই প্রতিবেদনে। HDFC Bank Recruitment 2024



নিয়োগ সংস্থা : HDFC ব্যাংক লিমিটেড এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন অনলাইনে শুরু হয়েছে।



পদের নাম কি : এখানে ডাটা এন্ট্রি অপারেটর, ব্যাংক অফিস এক্সিকিউটি, কাস্টমার সার্ভিস অফিসার এই সমস্ত পদে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে সরাসরি আবেদন করতে পারবেন।



অভিজ্ঞতা : HDFC Bank আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারবেন।




শিক্ষাগত যোগ্যতা : এখানে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য। আরো বিস্তারিত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।



বয়স সীমা: আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন ১৮ থেকে সর্বাধিক ৩২ বছরের মধ্যে থাকতে হবে এবং সরকারিভাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যেভাবে বয়সের ছাড় দেওয়া হয় সেভাবে এই HDFC ব্যাংকে আবেদন করার জন্য বয়সের ছাড় থাকবে।


Full Update : Click Here



 
 

Recent Posts

See All
JBM Recruitment

JBM Company, or JBM Group, is a $3.0 billion global Indian conglomerate with a significant presence in the automotive sector. Founded in...

 
 
Canteen Staff Recruitment

A canteen service boy primarily assists in the day-to-day operations of a cafeteria or canteen. This job involves duties such as serving...

 
 

Durgapur, Paschim Bardhaman, Westbengal 

© created on 2015 by Santiniketan Educational Academy.

bottom of page